সাগর কুমার বাড়ই,তেরখাদা || যোগাযোগ,কৃষি স্বাস্থ্য,শিক্ষা, চিকিৎসা,প্রকৌশলসহ জীবনে হাজারও ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী বলেছেন,দৈনন্দিন জীবনের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত।বিজ্ঞান এনে দিয়েছে এক যুগান্তকারী সাফল্য।যোগাযোগ,স্বাস্থ্য,শিক্ষা,চিকিৎসা,প্রকৌশল সহ জীবনে হাজারও ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকা অপরিসীম।
তিনি বলেন,মানব কল্যাণে বিজ্ঞানের দান সর্বশ্রেষ্ঠ আর বিজ্ঞানের দানে মানুষ আজ বিশ্বজয়ী।তিনি বিজ্ঞান ও প্রযুক্তির তালে তাল মিলিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তোলার জন্য সকল মহলের প্রতি গুরুত্ব আরোপ করেন।
সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী ২৯শে জানুয়ারী বিকেল ৪টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা পরিষদের চত্ত্বরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৮ম অলিম্পিয়ার্ড~২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।বিশেষ অতিথির বক্তৃতা করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খাঁন।
স্বাগত বক্তৃতা করেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম মোস্তফা সুজন। একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা এর সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার শিউলী মজুমদার,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কপিল দেব বসাক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা,উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ,উপজেলা হিসবারক্ষণ অফিসার সৌমেন সরকার,উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ রকিব উল হাসান।
অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী এর নির্দেশনা মোতাবেক পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।