তালা প্রতিনিধি || সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জামিরুল ইসলাম (১৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে তালা উপজেলার আঠারো মাইল-পাইকগাছা সড়কের গোনালী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত জামিরুল ইসলাম উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে ও তালা মডেল হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র।
প্রতক্ষদর্শীরা জানান,বেলা সাড়ে ১১টার দিকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে তালা বাজারের দিকে যাচ্ছিল স্কুল ছাত্র জামিরুল। পথিমধ্যে গোনালী বাজার এলাকায় আসলে বিপরীতগামী একটি ট্রাকের (যশোর ট-১১-২৭৬১) সাথে সংঘর্ষের ফলে ঘটনাস্থলে নিহত হয় জামিরুল।ঘটনাস্থল থেকে ট্র্যাকটিকে আটক করে পরবর্তীতে খলিল নগর পুলিশ ক্যাম্পে রাখা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।