মোঃ রুবেল,দিঘলিয়া প্রতিনিধি || গতকাল খুলনা জেলার দিঘলিয়া উপজেলা সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সোনালী অতীত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ক্লাবের সভাপতি সাবেক কৃতি ফুটবলার মোঃ টিপু সুলতানের সভাপতিত্বে
এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি টিপু সুলতান,ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার জি এম আকরাম হোসেন সন্চলনায় বক্তব্য রাখেন সহ- সভাপতি গাজী মন্জুর হোসেন, খান জাহিদুর রহমান,গাজী ফরহাদ হোসেন, সরদার মোঃ হানেফ, মাকসুদ ইসলাম,রবিউল ইসলাম,অলিয়ার রহমান প্রমূখ।
বক্তারা আগামী ২৪শে ফেব্রুয়ারি সোনালী অতীত ক্লাবের উদ্যোগে সকল সদস্যদের বনভোজন ও সাবেক কৃতি ফুটবলারদের সম্মাননা প্রদান এবং ফুটবল টুর্নামেন্ট,ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হবে আলোচনা সভায় সিদ্ধান্ত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।