এম.কে.জামান সুমন, ঢাকা || আজ ১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি, জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ এর ৯১তম জন্মদিন আজ। বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৩৪ সালের ১ ফেব্রুয়ারি ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরিয়াহ উপদেষ্টা।
এছাড়া জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বও পালন করছেন। জনাব আবদুর রউফ জানুয়ারি ১৯৬২ সালে তদানীন্তন ঢাকা হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত হন। ২৯ জানুয়ারি ১৯৮২ সালে তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে থাকাকালে বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তাকে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করেন। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল তিনি প্রধান নির্বাচন কমিশনারের পদ ত্যাগ করেন। পরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন ও জুন ১৯৯৫ সালে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন। ১ ফেব্রুয়ারি ১৯৯৯ সালে তিনি অবসর গ্রহণ করেন।
বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ২০০৩ সালের জুলাই মাস থেকে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি শিশুদের নিয়ে স্বপ্ন দেখেন। শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য শিশু সংগঠন পরিচালনায় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশের বয়োজৈষ্ঠ এই গুণী মানুষটির শুভ জন্মদিন এ কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।