মুহাম্মাদ ফরহাদ মোল্লা,রূপসা প্রতিনিধি || রূপসায় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্বর্ণালী ব্যাচ এসএসসি ২৩ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয়ের শিক্ষকদের সম্মাননা ও সাবেক সহকারী প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাসের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল পহেলা ফেব্রুয়ারী সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আল মামুন সরকার।
সংবর্ধিত অতিথি ছিলেন শ্রীপুর মধুসূদন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার বিশ্বাস, সম্মানিত অতিথি ছিলেন গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কুমার শিকদার, সাবেক সহকারী শিক্ষক অণিমা রাণী কুন্ডু।বিদ্যালয়ের শেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন সরসিন্ধু সরকার। অত্র বিদ্যালয়ের শিক্ষক নৃপেন্দ্রনাথ রায় ও শক্তিপদ বসুর সঞ্চালনায় বক্তৃতা করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বিবেক আনন্দ রায়, তপন কুমার বিশ্বাস, মোখলেছুর রহমান, রবিউল ইসলাম ফকির, সহকারী প্রধান শিক্ষক তপন কুমার সরকার,মোঃ ইদ্রিস আলী, বিশ্বজিৎ কুন্ডু, গৌগম কুমার পাল,লক্ষী রাণী মজুমদার,শিপ্রা রাণী সরকার,বাসুদেব পাল, আফরোজা নার্সিস আরা,হিমাংশু বিশ্বাস,সোনালী মন্ডল, বিপ্রজিৎ সাহা, পায়েল আক্তার, গৌর চন্দ্র ঘোষ প্রমুখ। উপজেলার শেষ্ঠ বিদ্যাপীঠ পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে ভাল ফলাফল করে আসলেও ২০২৩ শিক্ষাবর্ষে শতভাগ সফল হয়েছে।
পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮১ জন এস এস সি পরীক্ষার্থীর মধ্যে ৮১ জনই কৃতকার্য হয়েছে। তার মধ্যে মেধাতালীকায় রয়েছে ১৬ জন এবং উপজেলা পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন কৃতি শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে। তাছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এবছর উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠের সম্মাননা স্মারক প্রাপ্তহয় অজপাড়াগাঁর প্রতিষ্ঠান পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।