পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী শিক্ষকদের অংশগ্রহণে কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কেশবপুর শাখার এফএভিপি ও ব্যাবস্থাপক জি এম মোস্তফা মনোয়ার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান। শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান। ফার্স্ট ক্যাশ বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রদর্শন করেন ব্যাংকের অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের এসভিপি ও প্রধান মোহাম্মদ মছউদুর রহমান। আরো বক্তব্য রাখেন,ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের।
সমাপনী বক্তব্য রাখেন,ব্যাংকের খুলনা বিভাগের এসভিপি ও আঞ্চলিক প্রধান আহম্মেদ আশিক রাজী। অনুষ্ঠান শেষে রাফেল ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে,কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, কেশবপুর উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, সাধারণ সম্পাদক বাসুদেব সেনগুপ্ত, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা প্রমূখ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।