পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সীমান্ত এলাকা চুকনগর ডিগ্রী কলেজে “মাদক মুক্ত সমাজ” গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,খুলনার আয়োজনে চুকনগর ডিগ্রী কলেজ ও শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরী খুলনার যৌথ সহযোগিতায় “মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান।
বুধবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে চুকনগর ডিগ্রী কলেজ আডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম- এর সভাপতিত্বে এবং খুলনা শেখ মাহাদী মোহাম্মদ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আতিকুল ইসলাম এডিসি (এলএ) খুলনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা পিপিএম সেবা অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, জাতীয় পানি কমিটির সভাপতি, চুকনগর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও চুকনগর গণহত্যা একাত্তর স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এ বি এম সফিকুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মোমতাজ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত কুমার সাহা।
অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাখেন,চুকনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাফিজ মাহমুদ ও কলেজের ছাত্রী মিতু পাল। বক্তারা মাদককে না বলার জোর দাবী জানান। শিক্ষার্থীরা মাদক মুক্ত সমাজ গঠনে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হয়। বক্তারা খুলনা, যশোর ও সাতক্ষীরা তিন জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী চুকনগর ডিগ্রী কলেজেটি সরকারী করণের জোর দাবী জানান।
কোরআন থেকে তেলাওয়াত করেন,মোহাম্মদ ইয়াছিন আহমেদ ও বেদ থেকে পাঠ করেন,অধ্যাপক অসিম কুমার ভট্টাচার্য, স্বাগত সংগীত পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি শেখ আবুল কালাম মহিউদ্দিন, লোকজ একাডেমির পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম। সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ও খুলনার সনামধণ্য ব্যক্তিবর্গ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।