খুলনার খবর || গতকাল ৭ ফেব্রুয়ারী বুধবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে আবহমান বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ।প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ। সম্মানিত অতিথি ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান,সরকারী সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ ফরহাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান শীলা আহমেদ।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন।
পিঠা উৎসব উপলক্ষে কলেজ ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত করা হয়।উৎসবে কলেজের শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।উৎসবে ৩০টির অধিক স্টলে ২ শতাধিক প্রকার পিঠা বিক্রির জন্য প্রদর্শন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।