নিজস্ব প্রতিবেদক || সুবিধাবঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষেকে নিয়ে কাজ করে সামাজিক সংগঠন স্বপ্নপূরী। দেশের নানা সংকটে অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে এ সংগঠনটি। এটি একটি ভালো এবং মহৎ উদ্যোগ। সুবিধাবঞ্চিত মানুষকে নিয়ে কাজ করা সামাজিক সংগঠন স্বপ্নপূরীর উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসেন। এ সময় তিনি আরও বলেন, সুবিধাবিঞ্চত মানুষের পাশে সমাজের প্রত্যেককে এগিয়ে আসা উচিত।
আজ শুক্রবার বেলা ১১টায় নগরীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্বপ্নপূরীর উদ্যোগে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। স্বপ্নপূরীর সভাপতি এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের প্রিন্সিপাল সাজেদা ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য সাজেদা ইসলাম বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। একটি সুন্দর পৃথিবী এদের মধ্যে নিহিত রয়েছে। তাই এদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে।
সংগঠনের সভাপতি এম সাইফুল ইসলাম বলেন,একটি সুন্দর আগামি গড়ার প্রত্যায় নিয়ে এই সংগঠনের পথচলা। ২০১৯ সাল থেকে নিয়ে এই সংগঠন পথচলছে। অসহায়, দুস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছি। আল্লাহ্ যেন আমাদের আরো বড় পরিসরে মানুষের সেবা করার তৌফিক দান করেন। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাগব হতে পারে। তাই যতোটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্তিত ছিলেন স্বপ্নপূরীর স্বেচ্ছাসেবক মেহেদী হাসান,মোঃ আজবার রহমান,জহিরুল ইসলাম রাতুল প্রমুখ। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় নারীদের মাঝে অর্ধশতাধিক কম্বল বিতরণ করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।