সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক || খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া খর্নিয়া আঙ্গারদোহা নামক স্থানে আজ শনিবার ১০ই ফেব্রুয়ারি বিকাল ৪টায় সময় ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছে আরো ৩জন। সংবাদ পাওয়া মাত্রই ডুমুরিয়া ফায়ার স্টেশনের উদ্ধারকর্মী দল তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেল চিকিৎসার ডাক্তার একজনকে মৃত বলে ঘোষণা করে।
সড়ক দুর্ঘটনায়,নিহতরা হলেন খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩),শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০),গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫),অজ্ঞাত নারী (২৬) ও শিশু অন্বী বিশ্বাস (২)।
এর আগে,ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান,ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষে ৫জন নিহত হয়েছে ও ৩ জন আহত হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।