পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি পরিষদ বাংলাদেশ এর অধীনে চারুপীঠ একাডেমি কেশবপুর কেন্দ্রে চারুকারু, সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি বিষয়ক বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী-২৪) সকাল ১০টায় আল আমিন মডেল একাডেমি ও চারুপীঠ একাডেমির ক্যাম্পাসে ওই বোর্ড পরীক্ষার আয়োজন করা হয়।
এ সময় কেন্দ্র পরিদর্শন করেন, সংস্কৃতি পরিষদ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক পান্না লাল দে,চারুপীঠ একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার, মধুসূদন সংগীতালয়ের পরিচালক অলোক বসু বাপী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রদীপ বসু পল্টু, বাংলাদেশ টেলিভিশনের সংগীত শিল্পী ইন্দ্রজিৎ সাধু, বাংলাদেশ বেতারের শিল্পী এস এম সিরাজুল ইসলাম প্রমুখ।
পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন,তরিকুল ইসলাম, সেতু, সুকুমার ও সিথী দাস। চারুপীঠ একাডেমি কেশবপুর এর নির্বাহী পরিচালক উৎপল দে বলেন,সংস্কৃতি পরিষদের বোর্ড পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠান চারুপীঠ একাডেমি কেশবপুর থেকে ১০২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।