মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা গ্রামে ককটেল বিস্ফোরণে একজন ভাঙ্গাড়ি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে,গত বৃহস্পতিবার (৮ জানুয়ারী) বেলা ১১টার দিকে লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজনীন বেগমের ভাসুর বাবর খন্দকারের বাড়ি থেকে ভাঙ্গাড়ি ব্যবসায়ীরা টিন সাদৃশ্য কৌটা ও পরিত্যক্ত টায়ার ক্রয় করে। এরপর ভাঙ্গাড়ি ব্যবসায়ী ওই বাড়ি থেকে কিছু দুরে গিয়ে ওই ক্রয়কৃত মালামাল বাছাই করার সময় ভাঙ্গাড়ি ব্যবসায়ী নজরুল শেখের হাতে জর্দার কৌটা সাদৃশ্য বস্তু বিস্ফোরিত হয়ে গুরতর আহত হয়।
আহত নজরুলকে তার ভ্যান চালক লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সুত্রে জানা গেছে আহত নজরুল শেখ (৫০) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডিগ্রিরচর গ্রামের মোঃ আয়েন উদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাঙ্গাড়ি ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছিল।
আহত নজরুলের সাথে কথা হলে তিনি বলেন,আমি লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যানের নাজমীন খন্দকারের শ্বাশুড়ি (বাবরের মা) নিকট থেকে ৩’শ ৪৯ টাকার টিন,কৌটা ও পুরাতন টায়ার কিনে কিছু দুরে যেয়ে ওই ক্রয়কৃত মালামাল বাছাই করছিলাম। জর্দার কৌটাটি লোহার বাটখারা দিয়ে আঘাত করলে সাথে সাথে আমার হাতে বিস্ফোরিত হলে আমি গুরুতর ভাবে আহত হই।
ওই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বর রেহেনা বেগম বলেন, শব্দ শুনে রাস্তা এসে দেখি, লোকটি বোমা বিস্ফোরনে আহত হয়েছে।আমি ও তার সহযোগীকে আহত ব্যক্তিকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেই।
লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমিনের ভাসুর বাবর খন্দকারের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। তবে ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। কিভাবে ঘটেছে তা আমি বলতে পারি না।
লোহাগড়া ইউনিয়নের চেয়ারম্যান নাজমিন বেগম সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি চেয়ারম্যান হওয়ার পর থেকেই লোহাগড়ায় ভাড়া বাসায় বসবাস করি। সাবেক মহিলা মেম্বার রেহেনার বাড়ির সামনে বোমা সাদৃশ্য টিনের কৌটা বিষ্ফোরিত হয়েছে বলে জানতে পারি।ঘটনা জানার পর আমি লোহাগড়া থানাকে অবগত করি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কান্চন কুমার রায় বলেন এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন,কিন্তু কাউকে সনাক্ত করা সম্ভব হয় নাই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।