মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || দিঘলিয়ার পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় ষেন গর্বিত এক বিদ্যালয়।আনন্দ আর প্রশংসায় যেন পন্চমুখ।জানা যায় এইমাত্র শেষ হলো ৫২ তম শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা ২০২৪।বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির এই ক্রীড়া প্রতিযোগিতায় সুযোগ পায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মাইশা।দড়ি লাফে মাইশা উপজেলা থেকে জেলায়,জেলা থেকে বিভাগে,বিভাগ থেকে সে ৯/২/২০২৪ তারিখ ৫২তম জাতীয় পর্যায়ে গিয়ে ১ম স্থান অর্জন করে খুলনা সহ দিঘলিয়া বাশীর মুখ উজ্জ্বল করে।
মাইশার এই কৃতিত্ব নিয়ে বিদ্যালয়ে চলছে বেশ আনন্দের জোয়ার,তার এই সফলতার কথা জানতে চাইলে উক্ত বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ভবতোষ কুমার বর্মন বলেন,মাইশা দড়ি লাফে বেশ ভালো ছিলো।আমি ওকে আমার মেয়ের মত করে আরো শিখিয়েছি সাহস যুগিয়েছি।এভাবেই দড়ি লাফে সে দৃড় নৈপূন্য দেখিয়ে ১ম স্থান অধিকার করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নাহার সাংবাদিকদের বলেন মাইশা এই বিদ্যালয়ের অহংকার তথা দিঘলিয়া বাশীর গৌরব,তাই গোল্ড মেডল প্রাপ্ত মাইশাকে আমাদের বিদ্যালয় থেকে আমরা বিশেষ সন্মাননা প্রদান করব।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।