মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফি বিন মর্তুজার একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন লোহাগড়া উপজেলার সাবেক ও বর্তমান মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী।বুধবার (১৪ ফেব্রুয়ারি) মহামান্য রাষ্ট্রপ্রতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ মাশরাফি বিন মর্তুজা, এমপি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা জনাব, মোঃ আজগর আলীকে তার একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
এর আগে মোঃ আজগর আলী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
মোঃ আজগর আলী ৩৪ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসনে যোগ দেন। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সন্তান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।