মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || খুলনা জেলার দিঘলিয়া উপজেলার পাঁচটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৪৩৩ জন। এর মধ্যে বালক ৭৫২ জন ও বালিকা ৬৮১ জন। এবারের পরীক্ষায় ১ হাজার ৪৩৩ জন শিক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৪২০ জন। ১৩ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে।
এ বছর দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৬৫ জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৭৭ জন, মানবিক বিভাগে ৩১৬ জন ও বাণিজ্যিক বিভাগে ৭২ জন। এ কেন্দ্রে ৩ জন বালক ও ১ জন বালিকা পরীক্ষায় অনুপস্থিত থাকে।
এবারের পরীক্ষায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৪০ জন। এদের মধ্যে বালক ১৬১ জন এবং বালিকা ১৭৯ জন। এবারের পরীক্ষায় ২ জন বালক ও ৩ জন বালিকা পরীক্ষায় অনুপস্থিত থাকে। এ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল বিজ্ঞান বিভাগে ৪২ জন, মানবিক বিভাগে ২২১ জন ও বাণিজ্যিক বিভাগে ৭৩ জন।
এবারের এস এস সি পরীক্ষায় ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৯ জন কারিগরী শাখার পরীক্ষার্থী ছিল। এদের মধ্যে ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। একজন ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত থাকে।
দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ২ টি কেন্দ্রের হাজী সায়েম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ২৬৫ জন। বিজ্ঞান বিভাগে ৩১ জন, মানবিক বিভাগে ২১৮ জন ও বাণিজ্যিক বিভাগে ১৬ জন।পরীক্ষায় অংশ নেয় ২৬৪ জন। এ কেন্দ্রে ১ জন বালিকা পরীক্ষায় অনুপস্থিত থাকে।
হাজী নৈমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরিক্ষার্থী ছিল ২১৪ জন। এদের মধ্যে বালক ১২০ জন ও বালিকা ৯১ জন। বিজ্ঞান বিভাগে ৩১ জন, মানবিক বিভাগে ১৫৮ জন ও বানিজ্যিক বিভাগে ৪৭ জন। ২১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ কেন্দ্রে ১ জন বালক ও ২ জন বালিকা পরীক্ষায় অনুপস্থিত ছিল বলে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।