পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || বর্ণাঢ্য আয়োজনে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সমিতির মনিরামপুর সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে পরিচালকদের ভোটে কেশবপুরের দুইজন পরিচালক এনামুল হাসান নির্বাহী কমিটির সভাপতি ও আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
বিকেলে সমিতি বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক এনামূল কবির পরিচালকদের শপথ বাক্য পাঠ করান। এরপর গোপন ব্যালটে পরিচালকদের ভোটে নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচনে ৩ নং এলাকা কেশবপুরের মনোনিত পরিচালক এনামুল হাসান সভাপতি, মনিরামপুর ২নং এলাকা পরিচালক আজিজুর রহমান সহ-সভাপতি, নড়াইলের লোহাগড়া এলাকা পরিচালক আবু আব্দুল্লাহ সচিব এবং কেশবপুর ৩নং এলাকা পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। নির্বাচনে সহযোগিতা করেন বিআরইবির সহকারী পরিচালক কাকলি ও সমিতির এজিএম (এমএস) রাম কুমার ঘোষ।
কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি এনামুল হাসান রাজুর সভাপতিত্বে ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল লতিফের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আজিজুর রহমান, পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ,এনামুল কবির, সমিতির প্রাক্তন সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।
এদিকে কেশবপুরের মনোনিত পরিচালক এনামুল হাসান সভাপতি ও কেশবপুর ৩নং এলাকা পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কেশবপুর উপজেলাবাসী তাদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।