পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদ তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজের শুভ উদ্বোধন করলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
শনিবার (১৭ ফেব্রুয়ারী-২৪) দুপুরে মাইকেল মধুসূদন-এর স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের বিদায় ঘাট এলাকায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই কাজের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন-এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শ্যামল কুমার ঘোষ, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক ও সদ্য নির্বচিত যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, কপোতাক্ষ নদের সাগরদাঁড়ি নামক স্থানের আধা কিলোমিটার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৫ কোটি ৩৪ লাখ ৪৮ হাজার ৮৮ টাকা ব্যয়ে নদের তীর প্রতিরক্ষা ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হয়েছে। ইতিপূর্বে সাগরদাঁড়িতে উন্নয়ন কাজে অর্থ বরাদ্দ হলেও বিভিন্ন সমস্যার কারণে তা ফেরত গিয়েছে। সদ্য নির্বাচিত সংসদ সদস্য আজিজুল ইসলাম এত দ্রুত উন্নয়ন কাজে হাত দেওয়ায় এলাকাবাসী আনন্দিত হয়েছেন। বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী প্রয়াত এ,এস,এইচ,কে সাদেক-এর উন্নয়নের ধারা বজায় রাখতে চান সংসদ সদস্য আজিজুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।