খুলনার খবর || যশোরের মনিরামপুরে নিউ হানিফ পরিবহনের বাস চাপায় অবসরপ্রাপ্ত এক সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে যশোর-চুকনগর সড়কের মনিরামপুর পল্লিবিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আব্দুল গফফার (৫৫) উপজেলার মোহনপুর দক্ষিণপাড়ার বাকা আলী বিশ্বাসের ছেলে।
এদিকে জনগণের সহায়তায় পুলিশ বাস ও চালক আলমগীর হোসেনকে আটক করেছে। আলমগীর হোসেনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলায়। তিনি চান্দের কোলা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক ভাবে জানা যায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে এসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল গফফার। এ সময় বাগেরহাট থেকে ছেড়ে আসা একটি পরিবহন তাঁকে ধাক্কা দিলে ছিটকে পড়েন। পরে আব্দুল গফফারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, ‘সকালে নিউ হানিফ পরিবহনের বাসটি বাগেরহাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসে। বাসটি মনিরামপুর পল্লিবিদ্যুৎ দপ্তরের সামনে মোটরসাইকেল আরোহী আব্দুল গফফারকে চাপা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীরা বাস ও চালককে আটক করতে সক্ষম। চালক ও বাস বর্তমানে থানা হেফাজতে আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।