খুলনার খবর || খুলনায় স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা ও নিবন্ধন-পত্র দেখাতে না পারায় খুলনার সন্ধানী ক্লিনিক এণ্ড ডায়াগনস্টিকসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কর্মকর্তারা।
অস্বাস্থ্যকর পরিবেশ ও অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় উপকরণ স্বল্পতায় সন্ধানী ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার টাকা, খুলনা থাইরয়েড এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে একই অভিযোগে ২০ হাজার ও অনুসন্ধান ডায়াগনস্টিক এণ্ড থাইরয়েড সেন্টারটি লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, সন্ধানী ক্লিনিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনের আওতায় মামলা করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।