নড়াইল প্রতিনিধি || আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল রেলস্টেশন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
এছাড়া নড়াইল শহরে নির্মিত চারলেন সড়কের কার্যক্রম পরিদর্শনসহ লোহাগড়া উপজেলার পৈতৃকভিটা করফা গ্রামে মসজিদ উদ্বোধন, বৃক্ষরোপন, বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতাল পরিদর্শন, মল্লিকপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘অধ্যাপক শেখ মো: রোকন উদ্দীন আহমেদ’ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন তিনি।
সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে যে কোনো উন্নয়নমুলক কাজের সুযোগ পেলে সেনাবাহিনী সেটা সর্বোচ্চ পেশাগত দক্ষতার মাধ্যমে তা করে থাকে।আশাকরি ঢাকা-ভাঙ্গা-নড়াইল-যশোর রেলপথ নির্মাণ কাজের ক্ষেত্রে ও তার ব্যতিক্রম হবে না। আশা করি চলতি বছরের এপ্রিলের মধ্যেই এই রেলপথ নির্মাণ কাজ শেষ হবে।
এসকল কর্মসূচিতে সেনাপ্রধানের সাথে সেনাবাহিনীর উধ্বর্তন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।