শরীফুল ইসলাম || খুলনা মহানগরীর শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে প্রভাতফেরীতে সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে হাজারো মানুষের ঢল নেমেছে। কালো ব্যাজ, কালো পতাকা ও ব্যানার নিয়ে সবাই ধীর পায়ে এগিয়ে চলেছেন শহীদ মিনারের দিকে।
আজ বুধবার(২১ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে প্রভাতফেরীতে আসা মানুষদের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শুরু হয়।অনেকের পোশাক ও সজ্জাতেও রয়েছে শোকের কালো রং।
মুক্তিযোদ্ধা সংসদ খুলনা মহানগর ও জেলা সংসদ প্রথমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর খুলনা সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ, সিভিল সার্জন, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠন, বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখা, যুবদল ও ছাত্রদল, জাতীয় পার্টি, জাসদ, সিপিবি, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, বৃহত্তর খুলনা উন্নয়ন সগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া সকালেও বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি বের করে এবং হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।