মোঃ রুবেল শেখ,দিঘলিয়া প্রতিনিধি || দিঘলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মহান ভাষা আন্দোলনে শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ,বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কবিতা আবৃতি,দেশাত্মবোধক গান ও চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান,শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ টা ১ মিনিটের সময় উপজেলা চত্বরে মহান ভাষা আন্দোলনের শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ,উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ জাকির হোসেন,দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার,দিঘলিয়া থানা ওসি তদন্ত মোঃ ইমদাদুল হক, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়,দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়,দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,দিঘলিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইনচার্জ মোঃ মাসুদ পারভেজ,উপজেলা সমাজ সেবা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কিশোর আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মোঃ মাহফুজুর রহমান,উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আল, উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না,বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মোড়ল,সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম,সৈয়দ জাহিদুজ্জামান,সৈয়দ আবুল কাসেম,শেখ শফিকুল ইসলাম বাবলু,সৌমিত্র কুমার দত্ত,মোল্যা ইমারত প্রমুখ। এছাড়া দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এদিকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।