অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের কচুয়ায় মুদি দোকানে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১ ও মারাত্মক আহত ২ জন।
শুক্রবার (২৩’শে ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪’টায় বাগেরহাটের কচুয়া উপজেলার দেপাড়া বাজারের মেসার্স সাদমান স্টোর এর মালিক বাচ্চু শেখ এর মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এ সময় দোকানের ভিতর আটকা পরে মোমেম শেখের ছেলে সামিউজ্জামান অন্তর (১৫),লুৎফর রহমানের ছেলে হাবিব হোসেন(১৫) মারাত্মক ভাবে আহত হয় এবং অগ্নি দগ্ধ হয়ে আমিরুল ইসলাম (১৬) নামে ১ জন বাগেরহাটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত ব্যাক্তি ধোপাখালী গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় লোকজনের সহায়তায় ও কচুয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং অগ্নিদগ্ধ ৩ জনের ২ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বাকি ১ জন বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।এ ঘটনায় দোকানের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।