শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি || খুলনার পাইকগাছা উপজেলার পরিবেশ সংরক্ষণ,পরিবেশের মান উন্নয়ন ও পরিবেশ দুষণরোধে বিভিন্ন করাতকলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত হয়েছে।
উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।এ সময় লাইসেন্স না থাকায় ৩টি করাতকলে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এ সময় পেশকার মোঃ ইব্রাহিমসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলার সকল করাতকল/(স’মিল) মালিকদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,প্রাথমিক পর্যায়ে প্রতিটা করাতকলকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।আগামী ৭দিনের মধ্যে লাইসেন্স নবায়ন না করলে করাতকলগুলো সিলগালা অথবা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। লাইসেন্স বিহীন কোন করাতকল/স’মিল থাকবে না। এ অভিযান চলমান থাকবে বলে মিডিয়াকে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।