খুলনার খবর || “নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় ৮ই মার্চ ২০২৪ শুক্রবার সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।
এ উপলক্ষ্যে দিঘলিয়া উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা সাইদা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না , বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন , মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু এবং দিঘলিয়া থানার এস আই মোঃ হাবিবুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার খাঁন মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, নারীদের যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বর্তমান সরকারের মন্ত্রিপরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটজন নারী রয়েছেন। বর্তমানে নয় জন নারী সচিব দায়িত্ব পালন করছেন।মহান সংসদে স্পিকারের দায়িত্ব পালন করছেন তিনিও একজন নারী।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মহিলা সমিতির সদস্যবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমের সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শেষ পর্বে মহিলা সমিতির অনুদানের চেক ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।