অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
নারীর সমঅধিকার, সমসুযোগ-এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এ প্রতিপাদ্যের আলোকে সামনে রেখে বাগেরহাটে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (০৮ মার্চ) সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।
জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেনের নেতৃত্ব র্যালী সরকারি ও বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
র্যালী শেষে বাগেরহাট এসিলাহা মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা আইসিটি) সাদিয়া ইসলাম, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান শরিফা খানম, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, মহিলা পরিষদের সভাপতি এ্যাডভোকেট সীতা রানী দেবনাথসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, শুধু আন্তর্জাতিক নারী দিবসের এ বিশেষ দিন নয়। বছরের প্রত্যেকটি দিন নারী ও কন্যা শিশুদের সম্মান দিতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠা, সব ধরনের সহিংসতা, নারী এবং কন্যাশিশু নির্যাতন বন্ধে সবাইকে কাজ করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।