পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || বাংলাদেশ জামিয়াতুল মুদার্রিছীন কেশবপুর উপজেলা শাখার কাউন্সিল-২৪ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বাংলাদেশ জামিয়াতুল মুদার্রিছীন কেশবপুর উপজেলা শাখার কাউন্সিল-২৪ অনুষ্ঠিত হয়েছে।
কেশবপুর উপজেলা জমিয়াতুল মুদার্রিছীনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আলাউদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে,কমিটি গঠন উপলক্ষে সংগঠনের পৌরশহরের প্রধান সড়কস্থ কার্যালয়ে ৫জন উপদেষ্টা পরিষদসহ উপজেলার মধ্যকুল আলিম মাদরাসার অধ্যক্ষ কফিল উদ্দিন-কে সভাপতি এবং দেউলি দাখিল মাদরাসার সুপার আমিন উদ্দিন-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ইসলামী শিক্ষার প্রান পুরুষ আলহাজ্ব মাওলানা এম,এ,মান্নান (রহ:)এর জীবনী আলোচনা শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ভরতভায়না ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদ উদ্দিন।
উক্ত সভায় ৫ জনকে উপদেষ্টা এবং ৩১সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।