এস,এম শামীম, দিঘলিয়া, খুলনা // দিঘলিয়ার বারাকপুর ইউনিয়ন এর লাখোহাটি ৩ নং ওয়ার্ড উঃ পাড়া এলাকায় এক মাদ্রাসা ছাত্র কে মারপিট এর অভিযোগ পাওয়া গেছে।
দিঘলিয়া থানায় লিখিত অভিযোগের সুত্রে জানা যায়, গত ২২ শে মার্চ বিকালে উক্ত এলাকার বাসিন্দা রাসেল মিয়ার পুত্র ফয়সাল মিয়া (১০) ৩নং ওয়ার্ড এলাকার তে’মাথা নামক স্থানে টমেটো বিক্রি করছিল। এসময় একই এলাকার বাসিন্দা ওহাব গাজীর পুত্র সেলিম গাজী (৪৫) ফয়সাল (১০) এর কাছে গিয়ে টমেটো দরদাম করাকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়সাল মিয়াকে উঁচু করে উঠিয়ে মাটিতে আছড়ে ফেলে।এর ফলে ফয়সালের মাথা ফেটে যায় ও বাম পায়ের একটি আঙুলের হাড় ভেঙে যায়।
এবিষয়ে উক্ত ফয়সালের বাবা রাসেল মিয়া বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
কামার গাতী পুলিশ ক্যাম্পের এস আই রাজু শেখ প্রতিবেদককে জানান, তিনি অভিযোগ তদন্ত করেছে এবং বিষয়টি সত্যতা প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে এ বিষয়ে অভিযুক্ত সেলিম গাজী জানান, সামান্য বিষয় নিয়ে আমাকে মিথ্যা হয়রানি করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।