পরেশ দেবনাথ,ভ্রাম্যমাণ প্রতিনিধি || কেশবপুরের আলতাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন গৌতম রায়। রোববার (১০ মার্চ-২৪) সকালে কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান-এর সভাপতিত্বে তার নিজস্ব কার্য্যালয়ে আলতাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সকল সদস্যের উপস্থিতি ও সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য গৌতম রায় অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।
এর আগে গত (৬ মার্চ-২৪) তারিখে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন খান-এর সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে ৪,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ০১,সাধারণ শিক্ষক সদস্য পদে ০২ ও সংরক্ষিত মহিলা শিক্ষক পদে ০১জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য পদে কোন মনোনয়নপত্র দাখিল না করায় ০২টি পদ শূণ্য থাকে।
নব-নির্বাচিত কমিটির সদস্যরা হলেন,সাধারণ অভিভাবক মোনতাজ সরদার, অসীম দেবনাথ,আব্দুর রাজ্জাক ও জাহিদ হাসান। সংরক্ষিত মহিলা সদস্য রাধা বানী পাল,সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ মাতাহারুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষিকা মনিমালা বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন,গৌতম রায় একাধারে ১২ বছর সভাপতি থাকার পর গত দুই বছর বিদ্যালয়ের সভাপতি ছিলেন,কবির হোসেন। পূণরায় গৌতম রায় সভাপতি নির্বচিত হয়েছেন।
গৌতম রায়কে আলতাপোল মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করায় তিনি মাননীয় সংসদ ৯০ যশোর-০৬ খন্দকার আজিজুল ইসলাম আজিজ ও পাশাপাশি কমিটির সকল সদস্যদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষীকা-কর্মচারীরা দারুন খুশি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।