খুলনার খবর || খুলনার বটিয়াঘাটা থেকে নিখোঁজ আমিনুর শেখ (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বটিয়াঘাটার গাওঘরা চরডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ভিটা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুর শেখ বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গাওঘরা গ্রামের আ. মালেক শেখের ছেলে।
নিহতের স্বজন ও বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন কুমার সরকার জানান, আমিনুর শেখ গত ১৫ মার্চ রাতে বাড়ির পাশের নিজ ঘেরের জমিতে যায়। পরবর্তীতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। এ ঘটনায় নিহতের বাবা পরদিন সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি।
গতকাল সকালে গাওঘরা গ্রামের একটি পরিত্যক্ত ভিটায় তাঁর মরদেহ পড়ে থাকেতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে আমিনুর শেখের মরদেহ উদ্ধার করে।
ওসি রিপন কুমার সরকার জানান,মরদেহে পচন ধরেছে। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তাঁকে শ্বাসরোধে করে হত্যা করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।