মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || মাদক কেনাবেচার জড়িত থাকার অভিযোগে ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ মার্চ) সন্ধ্যা রাতে লোহাগড়া থানার এসআই সুজিত সরকার, এএসআই জামরুল ইসলাম, এএসআই শাহাবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ইতনা চৌরাস্তা বাজারে বুলবুল ষ্টোরের সামনে অভিযান চালিয়ে লোহাগড়া থানার মঙ্গলহাটা গ্রামের মৃত রউফ মুন্সির ছেলে ইউসুফ মুন্সী (৩৫), একই গ্রামের তবিবর কাজীর ছেলে জিয়াউর কাজী(৩৪) এবং মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখকে (৪৫) গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামীদের নিকট থেকে ৮০০ (আটশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।