পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || খুলনার পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে চিংড়ী ঘের দখলের চেষ্টাকালে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটিয়দের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছো। থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা যায়, উপজেলার কাইনমুখী মৌজায় ৪০বিঘা জমি নিয়ে স্থানীয় ধীরেন্দ্রনাথ মন্ডলদের সাথে চারবান্ধা গ্রামের কুমুদরঞ্জন সানাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে ধীরেন্দ্র নাথ মন্ডল সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে দেঃ ৪৫৫/৯৪ নং মামলা করলে বিজ্ঞ আদালত দখল ও মালিকানা আছে মর্মে রায়ের পর্যালোচনায় উল্লেখ করেন। তাছাড়া তারা উক্ত জমিতে ধান ও মাছ চাষ করছে বলে স্হানীয় গোলক চন্দ্র মন্ডল জানান। ধীরেন্দ্র নাথ মন্ডল বলেন তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়ে সম্প্রতি চিংড়ী ঘেরে যাবতীয় কার্যক্রম শেষ করেছে।আর কিছুদিন পরে মাছ ধরা হবে।ইতোমধ্যে প্রতিপক্ষ কুমুদ রঞ্জন সানা ও তার লোকেরা ভাড়াটিয়া দলবদ্ধ হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘের দখলে হামলা চালায়। এসময় বাঁধা দিলে তাদের হামলায় পঞ্চরাম মন্ডল৫৬),কৃষ্ণপদ মন্ডল (৪৫)সন্ধ্যা রাণী মন্ডল (৪৮) পাগলি (৪৬) দীপংকর মন্ডল (৪০) আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘের দখলের হুমকি পেয়ে কৃষ্ণপদ মন্ডল প্রতিপক্ষ কুমুদ রঞ্জন সানাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার ১৪৪ ধারা মামলা করেন। আদালত ওসি,পাইকগাছা থানাকে দখল ভিত্তিক স্থিতিবস্থা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আদেশ দেন। এ আদেশ অমান্য করে দখল চেষ্টা কালে হামলা চালায়। অবস্থা বে-গতিক দেখে ৯৯৯ নম্বরে কল করলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও আহতদের হাসপাতালে ভর্তি করেন। প্রতিপক্ষদের সাথে যোগাযোগ করে না পাওয়া যাওয়ায় তাদের মতামত দেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ বা মামলা হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।