মোঃ ফয়সাল হোসেন,কয়রা প্রতিনিধি || খুলনার কয়রায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী হামলা করে ২ জনের হাত ভাঙাসহ মারাত্মক রক্তাক্ত জখম করা, গাড়ি ভাঙচুর ও জমি বিক্রয়ের টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় নেতৃত্বদানকারী আছাদুল সরদার (৪৮) নামে ১ জনকে গ্রেফতার করেছে কয়রা থানা পুলিশ।
গত ৩১ মার্চ রাত ১২ টার দিকে উপজেলা বাগালী ইউনিয়নের উলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আছাদুল সরদার উলা গ্রামের মৃত ছবেদ সরদারের ছেলে।
এ বিষয়ে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হামলার ঘটনায় আসাদুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত বাকিদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য,গত ৩০ মার্চ শনিবার সকাল ৯ টায় উপজেলার বাগালী ইউনিয়নের উল্যা বাজার সংলগ্ন হ্যাচারির পাশে বার বার জোর পূর্বক জমি দখলের চেষ্টায় ব্যর্থ হয়ে উল্যা গ্রামের আছাদুল সরদার ও তৈয়েবুরের নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্র সস্ত্রসহ নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে উপজেলার আমাদী ইউনিয়নের জাহাগীর মহল গ্রামের মৃত লেহাজ উদ্দিন আহম্মেদ এর ছেলে রেজা আহম্মেদ (৪৪) ও ফিরোজ আহম্মেদ ব্যাপক মারপিট করে হাত ভাঙাসহ মারাত্মক রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই ও গাড়ি ভাঙচুর করে। বর্তমানে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর আগেও জোর পূর্বক জমি দখল ও হুমকির প্রতিবাদে কয়রা থানায় একাধিক সাধারণ ডায়েরি ও অভিযোগ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।