বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা এলাকায় একটি গ্রামীণ পাকা সড়কের নিমার্ণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার মো. আসলাম আলী শেখ, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, ইউপি সদস্য, সুমন মল্লিক, মো. মোস্তাকিন বিল্লাহ, শেখ আলী আহম্মেদ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, স্থানীয় বিশ্বজিৎ কুমার, আল ইমরান, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পাগলার এই ইটের রাস্তাটি দীর্ঘদিন ধরে মানুষের চলাচলে অনুপোযোগি হয়ে পড়ে। অবশেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের হস্তক্ষেপে রাস্তাটি পাকাকরণ করা হচ্ছে। এলজিইডির বাগেরহাট প্রকল্পের ৮নং প্যাকেজের এই রাস্তাটি নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৫লাখ টাকা। ওই সড়কটি পাকাকরণ করার জন্য স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।