মোঃ রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি || সাপ্তাহিক ছুটি. ঈদুল ফিৎর ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের ২য় বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।তবে দু দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছেন সিঅ্যান্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা।
তিনি আরও জানান,৯ই এপ্রিল মঙ্গলবার বিকাল থেকে বেনাপোল ও পেট্রপোলের সমস্ত কার্য্যক্রম বন্ধ হয়ে যাবে। এদিন থেকে কাষ্টম ও বন্দরের সকল কর্মকর্তারা যার সে গ্রামের বাড়িতে চলে যাবে ঈদ কাটাতে।
তারপর সরকারি ভাবে ঈদের আগে ও পরে ৩ দিন ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে তাই কোন পন্য শেডে ঢুকবেও না কোন পন্য খালাসও হবে না।
দুই দেশের সি অ্যান্ড এফ এজেন্ট সূত্রে জানান, ১০ই এপ্রিল বুধবার থেকে ঈদের ছুটি পড়ে যাচ্ছে। তারপর সাপ্তাহিক ছুটি ও পহেলা বৈশাখ সব মিলিয়ে টানা ৫দিন বন্দর বন্ধ থাকবে।
১৫ই এপ্রিল সোমবার থেকে কাষ্টম ও বন্দরের সকল কার্য্যক্রম স্বাভাবিক হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা (ওসি) কামরুজ্জান বিশ্বাস জানান. ঈদের ছুটিতে বেনাপোলে সকল আমদানি রপ্তানি বন্ধ থাকলেও. দু দেশের পাসপোর্ট যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে. এসময় দর্শনার্থীদের বেশি ভীড় হয়ে থাকে। ইমিগ্রেশনে কর্মরত সকল কর্মচারিদের ষ্টান্ডবাই রাখা হয়েছে।
বন্দর পরিচালক ট্রাফিক রেজাউল করিম ও পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান. ছুটির কারণে বেনাপোলে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।
বন্দরের নিজস্ব বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় নিয়মিত টহল দেবে ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।