মোংলা প্রতিনিধি || ভারতের জলসীমায় উদ্ধার হওয়া ২৭ জন জেলে সহ একটি ফিশিং বোট ফেরত দিলো ভারতীয় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বাংলাদেশী ফিশিং বোট এফ বি সাগর-২ গত ১ লা এপ্রিল চট্টগ্রামের কুতুবদিয়া থেকে ২৭ জন জেলে নিয়ে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। এরপর ৪ এপ্রিল বিকালে বোটটির ইঞ্জিন বিকল হয়ে তীব্র স্রোতে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমা থেকে ভারতের জলসীমায় চলে যায়। ফিশিং বোটটি ভাসতে দেখে ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইসিজিএস আমোঘ বোট সহ ২৭ জন জেলেকে জীবিত উদ্ধার করে আন্তর্জাতিক সমুদ্র সীমারেখায় গতকাল রাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এর নিকট হস্তান্তর করে।
কোস্ট গার্ড কর্মকর্তা আরো বলেন,আজ সকালে মোংলা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বোট সহ ২৭ জন জেলেকে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।