মোংলা প্রতিনিধি || মোংলার কাপালীরমেট এলাকা থেকে ১৫ কেজি গাঁজা সহ এক নারী মাদককারবারিকে আটক করেেছে ডিবি পুলিশ।
আজ শনিবার (০৬ এপ্রিল) ভোর রাতে মোংলা উপজেলার দিগরাজ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ কাপালীরমেট এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদককারবারিকে আটক করে। এ ঘটনায় ফাতেমার স্বামী মোঃ বেল্লাল হক পলাতক রয়েছে। আটককৃত মাদককারবারি হলো মোংলার কাপালীরমেঠ এলাকার মোঃ বেল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুন(৩০)।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে মোংলার দিগরাজ কাপালীরমেট এলাকায় অভিযান চালিয়ে মোঃ বেল্লাল হক এর রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজাসহ তার স্ত্রী ফাতেমা খাতুন(৩০)কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ফাতেমার স্বামী মোঃ বেল্লাল হক পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।