অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটের মোল্লাহাট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ শনিবার সকাল ১০টায় চরকান্তি এলাকার একটি মৎস্য ঘের থেকে মধ্যবয়সী ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা ওই মরদেহের পরনে লাল রঙের জামা ও নীল রঙের সালোয়ার ছিল। পরিচয় জানতে তদন্ত শুরু করা হয়েছে। এটা হত্যা কি না, সে বিষয়েও অনুসন্ধান চালানো হচ্ছে।
ওসি বলেন, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।