পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ওই জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ এপ্রিল-২৪) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার পাঁজিয়া বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদি ব্যবসায়ী শংকর দেবনাথকে ৫ হাজার টাকা এবং পৌরশহরের বাজারে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে সাকিব বস্ত্রালয়ের মালিক ফারুক হোসেনকে ২ হাজার টাকা এবং ধানসিঁড়ি বস্ত্র নিপনীর মালিক মিঠুন সেনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।