পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী ২২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৭ এপ্রিল-২৪) সকালে খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির সভাপতি শিক্ষক মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সাগরদাঁড়ী পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোছাঃ নাসিমা খাতুন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির পরিচালক সাজ্জাত হুসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খোপদহি আইপিএম কৃষি সমবায় সমিতির ত্রাণ উপদেষ্টা রফিকুল ইসলাম, প্রধান উপদেষ্টা আসানুর রহমান, সাগরদাঁড়ী অফিসের ম্যানেজার মামুন রবি, ভান্ডারখোলা অফিসের ম্যানেজার আসাদুজ্জামান, সাগরদাঁড়ী অফিসের ইনচার্জ আসাদুজ্জামান, রুবেল হোসেন প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।