অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি ||
বাগেরহাটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে শতাধিক কাঁচাপাকা ও টিনের বসতঘর বিধ্বস্ত।
রবিবার (৭’এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট পৌরসভা, সদর উপজেলার গোবরদিয়া, পুঁটিমারী ও খেগড়াঘাট গ্রামের উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখীর তাণ্ডব।
ঝড়ে ভেঙে ও উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। সকাল থেকে পৌরসভা ও পল্লীবিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় পরিবারগুলো দুর্ভোগে পড়েছে। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি প্রশাসন।
এ বিষয়ে শুভঙ্কর বিশ্বাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, সকালে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে চারিদিক অন্ধকার হয়ে আসে। কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি ও ঝড়ো হাওয়া। প্রচণ্ড বাতাসে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া, পুটিমারী ও রাধাবল্লভ গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসে কাঁচাপাকা ও টিনের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এসময় বাগেরহাট পৌরসভার বেশকিছু খুঁটি উপড়ে ও ভেঙে পড়ে। বাগেরহাট পৌরসভাসহ আশপাশে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে স্বপন হালদার নামের আরেক বাসিন্দা বলেন, ‘হঠাৎ করে বৃষ্টির মধ্যে ঝড়ো বাতাস শুরু হয়। প্রচণ্ড বাতাসে ঘরের টিনের চাল উড়ে গেছে। এখন থাকার জায়গা নেই। পরিবারের সদস্যদের নিয়ে বিপদে পড়েছি। ঈদের সময়ে এমন ক্ষতি কীভাবে কাটিয়ে উঠব বুঝতে পারছি না।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, আকস্মিক ঝড়ে বাগেরহাট সদর উপজেলার বেশকিছু এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা ভেঙে গেছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। এবং বিকাল ৪টার দিকে পৌরসভা এলাকায় বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। পল্লীবিদ্যুতের সংযোগ দিতে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে ইউএনও’সহ জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।