এস.এম.শামীম দিঘলিয়া খুলনা // দিঘলিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদের সদস্য মোল্লা আকরাম হোসেন এর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বারান্দার তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অবাধে পালিয়ে যায়।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর একটি সংঘবদ্ধ চোর চক্র আ’লীগ নেতা খুলনা জেলা পরিষদ সদস্য আকরাম মোল্লার উত্তর চন্দনীমহল(বোগদিয়া) রাঙ্গার কোয়ার্টার মোড় এলাকার বসত বাড়ির বারান্দার তালা ভেঙ্গে ঘরে ঢুকে এবং নগদ ৯ লাখ টাকা ও ২০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে অবাধে পালিয়ে যায়। উল্লেখ্য যে চোর বাড়ি ঢোকার সময় বাড়িতে কোন লোকজন ছিলনা।
সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় আকরাম মোল্লা বাড়ির অদূরে বোগদিয়া মাঠে স্যাডো ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে স্বপরিবারে উপস্থিত থেকে খেলা দেখছিলেন। ঠিক এই গ্যাপ সময়ে চোর চক্র বাড়ির মধ্যে ঢোকে এবং বারান্দার দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে। চোর চক্র ৭টা থেকে ৯ টার মধ্যে এ চুরি সংঘটিত করেছে বলে সূত্র জানায়। সূত্র আরো জানায়, এলাকার আকরাম মোল্লার অনেক শত্রু আছে। শত্রুদের গোপন চক্রান্তে এ চুরি সংঘটিত হতে পারে। অধিকতর তদন্ত ও অভিযান চালিয়ে প্রকৃত চোরদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।
এদিকে এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি। তবে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।