পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর || “এসো হে পহেলা বৈশাখ, যায় মেলায় ঘুরতে”। তোরা সব জয়ধ্বনী কর, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনী কর। এই বিষয়টি সামনে রেখে উপজেলা খেলাঘর আসর কেশবপুর কতৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান-১৪৩১- এ ছিল, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যালী। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
রবিবার (১৪ এপ্রিল) সকালে কেশবপুর উপজেলা খেলাঘর আসর কার্যালয়ের ৪র্থ তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা রনজিৎ কুমার দাস-এর সভাপতিত্বে এবং শিশু শিল্পী রিমি মন্ডলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও খেলাঘর জাতীয় পরিষদের সদস্য সৈয়দ আকমল আলী।
আলোচনা করেন, উপজেলা খেলাঘর আসরের সভাপতি ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মজিদ বড়ভাই, উপজেলা খেলাঘর আসরের উপদেষ্টা সহকারী অধ্যাপক, কবি, গবেষক ও প্রাবন্ধিক তাপস কুমার মজুমদার,উপদেষ্টা ও কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপদেষ্টা বৈদ্যনাথ সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ,শিক্ষক ওয়াজেদ আলী, উপদেষ্টা ও পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামাল হিরু, কবি শেখর খেলাঘর আসরের সভাপতি পার্থ সারথী সরকার, ঝিলিক খেলাঘর আসরের সদস্য মাসুদুর রহমান প্রমূখ।
নৃত্য, কবিতা,সংগীত ও অভিনয়ে অংশগ্রহণ করে,ঊমা সরকার,অনন্যা সরকার,অহনা সরকার,বিপ্লব পাল, রত্না দাস, তন্ময় দাস,প্রতীক সেন,রিমি মণ্ডল,বৃষ্টি দত্ত প্রমূখ।
আলোচনা শেষে উপজেলা খেলাঘর আসরের একটি র্যালী নিয়ে কেশবপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।