মোংলা প্রতিনিধি || মোংলার বসন্তী পূজা উপলক্ষ্যে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বেগম হাবিবুন নাহার এমপি ৷ আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) তিনি উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। সনাতন ধর্মালম্বী মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বেগম হাবিবুন নাহার এমপি বলেন,আজ মহাষ্টমী পূজা আমাদের সকলের সৌহার্দ্যর বন্ধন যেন অটুট থাকে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ৷এখানে নানা ধর্ম মতের মানুষ মিলেমিশে বসবাস করেন৷এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে৷
এদিন অন্যান্যের মধ্যে মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু নিখিল চন্দ্র রায়,কালিবাড়ি সার্বজনীন মন্দির কমিটির সভাপতি বাবু দিপক রায়সহ স্থানীয় আওয়ামীলীগ তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।