মুহাম্মাদ ফরহাদ মোল্লা,রুপসা প্রতিনিধি || খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বাঙালী জাতি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তাই যে কোন ধর্মীয় উৎসবে সকল ধর্ম-বর্ণের মানুষ এক সাথে আনন্দ উপভোগ করে আসছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক,সামাজিক সম্প্রীতির সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পুরণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রতাসহ নানা ধরনের সহিংসতা রুখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে তা বাস্তবায়ন করছেন। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তাই সকল ধর্মের মানুষকে মিলে-মিশে চলতে হবে। সর্বদা সাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় রূপসার নৈহাটি ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে রূপসা কলেজ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো:মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ: সালাম,সাবেক সদস্য আ:মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা,মোরশেদুল আলম বাবু, উপজেলা আওয়ামীলীগের (ভার:) সাধারণ সম্পাদক মো:ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা:শ্যামল দাস,জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো:মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন খান, সরদার আবুল কাশেম ডাবলু, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সরদার ফেরদাউস আহমেদ উপজেলা কৃষকলীগের সভাপতি আ:মান্নান শেখ,স্বেচ্ছা সেবকলীগের সভাপতি রুহুল আমিন রবি,শ্রমীকলীগের আহবায়ক আ:মান্নান শেখ, মফিজুল ইসলাম, প্রভাষক অহিদুজ্জামান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পাল,ফরিদ শেখ, হারুন মোল্লা, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আ:জব্বার শেখ,ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবণ, কামরুজ্জামান সোহেল,রিনা পারভীন, আ:রাজ্জাক শেখ, বাবর আলী, মাহফুজুর রহমান, মাসুম শেখ,মাসুম সরদার,লিপিকা রাণী দাস,নাজির শেখ,মামুন শেখ, উপজেলা যুবলীগের সাইদুর রহমান সগীর, সরদার জসীম উদ্দীন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাওন,আজমল হোসেন,শেখ সাগরসহ অনেকেই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।