মোংলা প্রতিনিধি || মোংলাবাসীর প্রাণের মানুষ, তারুণ্যের দীপ্ত প্রতীক, দ্রোহ ও প্রেমের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ-কে একুশে পদক ২০২৪ প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মোংলায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বর এসে শেষ হয়।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা শিল্পকলা একাডেমি, মোংলা পোর্ট পৌরসভা, রুদ্র স্মৃতি সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রায়- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে র্যালি, রুদ্রের গান বাজানো, লাঠি খেলা পরিবেশন, নৌ-স্কাউটের বাদক দলের বাজনা ইত্যাদি পরিবেশিত হয়।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য একুশে পদকপ্রাপ্ত হিসেবে দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ নাম প্রকাশ করে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।