অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট প্রতিনিধি|| বাগেরহাটের মোংলায় রূপালী ব্যাংকের পিএলসির ভবনে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগু ওয়ান নেভাতে কাজ করে।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে মোংলা পৌর শহরের শাপলা চত্বরের রূপালী ব্যাংক পিএলসির ভবনে এ আগুন লাগে।
সরজমিনে গিয়ে দেখা যায়,মোংলা পৌর শহরের নিউ মেইন রোড়ে ফেন্সি কমপ্লেক্স নামক ভবনের দ্বিতীয় তলায় রূপালী ব্যাংকের একটি শাখা রয়েছে। তবে আগুনের ঘটনাটি ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাইন ও টেইলার্সের কারখানা রয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল।
ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে। তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।