এস.এম.শামীম দিঘলিয়া খুলনা// দিঘলিয়ার লাখোয়াটি গ্রামের বাসিন্দা মোঃ ছাকিবকে প্রেমের ফাঁদে ফেলে স্বামী হিসেবে দাবী করেন নড়াইল জেলার মিরা বেগম।খুলনার দৌলতপুর থানা ও ছাকিবের পরিবার সুত্রে যানা যায়,মিরা বেগম ও ছাকিব দিঘলিয়ার শাহনেওয়াজ জুট মিল এর কর্মরত শ্রমিক এবং প্রায় ২ বছর ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায় গতকাল ২৮ মার্চ বিকালে দুই জনেই রেলিগেট এলাকায় ঘুরতে গেলে ২ সন্তানের জননী মিরা বেগম (২৭) ও ছাকিবকে (১৮) দেখে স্থানীয় মানুষের মনে সন্দেহের সৃষ্টি হয়।একপর্যায়ে দৌলতপুর থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাকিব (১৮) ও মিরা বেগম (২৭) কে থানা হেফাজতে নিয়ে যায় এবং দুই পক্ষের অভিভাবকদের খবর দেন।
ঘটনার বিবরণ উল্লেখ করে ছাকিব জানান,মিরা বেগম এর সাথে ২ বছর সম্পর্ক ছিল।কিন্তু মিরা বেগম বিবাহিত ও ২ সন্তানের জননী সে কথা আমাকে কখনো বলেনি এমনকি মিরা তার স্বামীকেও ডিভোর্স দিয়েছে সেটাও বলেনি।ছাকিব ও মিরা বেগম সর্বশেষ শাহনেওয়াজ জুটমিল এ কর্মরত ছিলেন। এসময় দুইজনই স্বামী-স্ত্রী হিসেবে একই কক্ষে বসবাস করতেন।ছাকিব মিরার পূর্বের সকল ঘটনা জানতে পারে এবং মিরার কাছে জানতে চাইলে মিরা বেগম নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যায়। এবং ছাকিব যেন তাকে ছেড়ে না যায় সে কারণে সাকিবকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। এবিষয়ে মিরা বেগম এর পরিবার বিষয়টি অস্বীকার করে এবং দৌলতপুর থানায় স্ট্যাম্পে লিখিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে ছাকিব অপ্রাপ্তবয়স্ক তাই আগামী ৩ বছরের আগে তাদের বিবাহ রেজিস্ট্রি বা একসাথে থাকা যাবেনা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।