পরেশ দেবনাথ,কেশবপুর || কেশবপুরে বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির ৫ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা ২ মে সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন, সমিতির সদস্য আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথ, রমেশ পাল,আবু বক্কর সিদ্দিক, নুরুল হুদা, গৌতম সেন, রফিকুল ইসলাম, সুকেশ অধিকারী, জাহাঙ্গীর হোসেন, আবুল বাসার, গাড়ীর মালিক সাবেক পৌর কাউন্সিলর কুতুবউদ্দীন বিশ্বাস, রবিউল ইসলাম, জমিদাতা ওয়াজেদ খান ডাবলু, আযুব আলী, শ্রমিকনেতা এস এম মুজিবুর রহমান, জামির হোসেন প্রমুখ।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে খন্দকার শরিফুল ইসলামকে সভাপতি,আসাদুজ্জামান,আবু বক্কর সিদ্দিক বিল্লাল ও বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র দেবনাথকে সহ-সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক, গৌতম সেন, সুকেশ অধিকারী ও নূরুল হুদাকে সহ-সম্পাদক, আলহাজ্জ্ব রফিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রমেশ চন্দ্র পালকে কোষাধ্যক্ষ, জাহাঙ্গীর হোসেনকে প্রচার সম্পাদক, আবুল বাসার ও নাজমা খাতুনকে সদস্য নির্বাচন করে ১৩ সদস্য বিশিষ্ঠ ৫ বছর মেয়াদী কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
এদিকে খন্দকার শরিফুল ইসলাম ও আলমগীর হোসেন কেশবপুর বাস মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র ওয়াজেদ খান ডবলু, সহসভাপতি পরেশ চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শামীম আক্তার মুকুলসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।