এম.কে.জামান সুমন,ঢাকা || আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ ইং এ কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন কে অপহরণের চেষ্টা করে গুরুতর আহত করে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর প্রতিবাদে আজ ৭ মে ২০২৪ বিকেল ৪ঃ০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব সত্য সংলগ্ন এলাকায় বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টি, গণতান্ত্রিক ঐক্য, ন্যায়বিচার পার্টি ও জাতীয় স্বাধীনতা পার্টির যৌথ উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি এম এ জলিল এর সভাপতি কে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান, বিশিষ্ট সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনকল্যাণ পার্টির সভাপতি দেওয়ান মোহাম্মদ খাইরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জনতা সংস্কৃতি পরিষদ এর সভাপতি শেখ বাদশা উদ্দিন মিন্টু, বিশিষ্ট সমাজসেবক নকিব হক, বাংলাদেশ ন্যায়বিচার পার্টির সভাপতি মোহাম্মদ হোসেন লিটন, ঢাকা মহানগর দক্ষিণের জাসদ নেতা হুমায়ুন কবির, গণতান্ত্রিক ঐক্যের সভাপতি রফিকুল ইসলাম আসাদ, বাংলাদেশ নাগরিক কল্যাণ পার্টির চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ ডাবলু, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, ন্যাপ ভাসানীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার।
মানববন্ধনে প্রধান অতিথি সহ বক্তারা বলেন যারা বঙ্গবন্ধুর বাংলা সংবিধান অনুযায়ী নির্বাচন মানে না তারা বাংলাদেশের শত্রু ও দেশবিরোধী। বক্তারা অবিলম্বে চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন এর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন বন্ধের দাবি জানান। পরবর্তী নির্বাচন গুলো অবাধ ও সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনার দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।